ধৃতরাষ্ট্র দরবার
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼
হাজার লক্ষ কোটির দিকে
সবাই আমরা তাকিয়ে,
আইন বইয়ের পাতায়
স্বচ্ছতা রয়েছে ঘুমিয়ে।
ধন্য আদালতের দুয়ার
প্রশ্নটা আজকে আমার?
শিশুতোষ আইন গুলো কি
চেতনা হারিয়ে আঁধার!
ঘটা করেই শিশু দিবস
পালন করেন সুজন,
জীর্ণ শিশুর নগ্ন দেহের
খবর রাখেন কজন?
শিশু শ্রমিক খিদের টানে
হারিয়ে শৈশবের সুখ,
বিদেশ বিভুঁই দিচ্ছে পাড়ি
ঢাকতে সংসার দুখ।
লাজ লজ্জা বিসর্জন দিয়ে
কর্তারা দেন সুভাষণ,
হাজার লক্ষ কোটি উড়িয়ে
তোলেন নিজের মাখন।
অন্ধ ধৃতরাষ্ট্র দরবার
নয়নে বাঁধা কালো পটি,
দেখতে পায় না শিশুদের
ক্ষুধার্ত অনাহার পেটটি।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবি- শ্রী স্বপন কুমার দাস পিতামাতা-সন্তোষ কুমার দাস ও কল্যাণী দেবী জন্ম-১৯৬৩ সাল ১৬ এপ্রিল জন্মস্থান- পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার বর্তমান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা শহর কবির জন্মস্থান। দীর্ঘ তেচল্লিশ বছর ধরে কবিতা চর্চা করে চলেছেন ইতিমধ্যে উনার অজস্র কবিতা বিভিন্ন পত্র পত্রিকাতে স্থান পেয়েছে।