আজ মরলে কাল দুই দিন
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞∞
আজ মরলে কাল দুই দিন- কিসের এত আহাজারি
করছ কেন যত কাড়াকাড়ি, কিসের এত বাড়াবাড়ি!
চোখের জলে ভাসে জীবন, অন্তর্বেদনায় কাঁদে মন,
অসহায়-অসময় হাসে মরণ, কেউ নয় গো আপন।
সৃষ্টির ফাঁদে সবাই কাঁদে, কারে দোষারোপ কর মন,
প্রয়োজনীয়তায় স্বার্থের দুনিয়ায় সবাই দোষী ভুবন।
যা কিছু করি যা কিছু বলি অপ্রমানিত সবই অকথ্য,
সব কিছুর পরও যেতে হয় যেতে হবে, মৃত্যুটা সত্য।
দুনিয়া নয় তো সুখের জায়গা, বুঝতে মন চায় না।
সুখ খুঁজে চোখ বুজে, পায় না তো সুখের ঠিকানা।
মানুষে মিছে আশায় বালুচর বাঁধে ঘর জীবন ভর,
সময় হলে স্রোতের জলে ভেসে যায় কর্ম ভবান্তর।
বেঁচে থাকার চিন্তায় সুখের ধান্ধায় মোদের জীবন,
ফলাফল শূন্য চষে বেড়ায় ভুবন ছোট্ট সব জীবন।
রূপান্তরিত নির্ভরশীল পেটের দায় আহার খোঁজে,
গড়তে না পারে বুঝতে না পারে রিপুকাণ্ড না বুঝে।
স্বজন হারা বিশ্বাস হারা জীবনের থাকে না আপন,
প্রাণহীন জীবন্মৃত বাঁচা ছাড়া আছে কি কিছু ভুবন!
মিছে মায়ায়, মায়ার খেলায় অন্তরাত্মা ভব লীলায়,
নীরবে নিভৃতে চেনা যায় রাতে সঙ্গবিহীন হতাশায়।
মানুষ সবাই অভিনেতা, অভিনয় শুধু ভাঙ্গতে পারে,
সময় হলে যায় চলে, বুঝেও কেন বুঝতে না পারে!
যদি একবার ভেঙে যায় মন, ভেঙে যায় সুখের ঘর,
বুঝে একাকীত্ব কী কষ্ট কী, বুঝে শেষে আপন পর।
জীবন যুদ্ধে মোদের জীবন গড়া, বলি সুখ দুঃখ কী,
স্রষ্টা নির্দোষ সৃষ্টি দোষী, কেমনে কী মাহত্ব্য বুঝি কী!
চাহি বাঁচতে না পারি মরতেও না পারি- বড় কষ্টকর,
অর্থ মান গ্রাসে অবিশ্বাস নাশে, জীবন যে হাস্যকর।
মম বিবেক বলে, বিষাদ সিন্ধু জলে যাতনা ভাসিয়ে,
পরম আত্মার আত্মীয় কর বরণ সুগন্ধি ফুল দিয়ে।
নিশ্চয় আত্মার সাথ গাই সৃষ্টির গান স্রষ্টার গুণগান,
সাম্যের গান প্রেমের গান সত্যের গান সব সমাধান।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।