চাঁদের সনে চলা অনেক কথা বলা

-পুষ্পিকা সমাদ্দার

∼∼∼∼∼∼∼∼∼∼

চাঁদের আলোয় পৃথিবী আলোকিত

রাতের আঁধার যত যায় দূরে,

আলো ঝলমল এই ধরাধাম চন্দ্রিমার

উজ্জ্বলতায় সবার মন জুড়ে।

বহুদূরের থেকেও যেন আমার

পানে আছে সে চেয়ে,

অবাক হয়ে যাই সুদূরে চাইলে

আসছে সে যেন মোর নিকট ধেয়ে।

আমার চলনে সে ও যে চলে

এটা কি শুধু আমার ভুল,

নাকি ঐ শশী চায় দু-হাত বাড়িয়ে

তুই ও আমারে আয় তুল।

চাঁদ অবলোকনে মন উদাসীন

কি আছে তার মাঝে,

কেবল কী পূর্ণিমার রাতে

চাঁদনির দর্শন হয় সে আসে

প্রতি সাঁঝে।

এই চাঁদ যেন আমার দোসর

আমার সনে পায়ে পায়ে চলে,

সেতো শুধু নয় ও আবার আমার

সাথেও অনেক কথা বলে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি–

আমি পুষ্পিকা সমাদ্দার, কলকাতা নাকতলা অঞ্চলে নিবাস লেখালেখি সঙ্গীত চর্চা ও সমাজসেবা মূলক কাজের সনে নিযুক্ত,শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজারে স্কুল কলেজ শেষ করে বিবাহসুত্রে এখন কলকাতার নিবাসী, সাহিত‍্যের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে কবিতা পড়তে লিখতে ভীষণ পছন্দ করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*