ফিরে এসো ১০ই এপ্রিলে ৭ই মার্চে
-মীর সেকান্দার আলী খোকা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আর কত ভাবে হেউ করবে তাকে, (নং ৩)
তুমি ও তোমরা ?
যার তর্জনী জিওন কাঠির স্পর্শে একদিন জেগেছিল
ঘুমন্ত বালক-শিশু, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা।
আজ পেরিয়েছে বিজয়ের আলোকিত বাহান্ন (৫২) বছর,
এ’ভাবেই পেরিয়ে যাবে শত শত -শত সহস্র বছর ।
তবুও হারাবে না জীওন কাঠির স্পর্শতা,
প্রজন্মের পর প্রজন্ম চলবে এ’ভাবেই।
নাকে দুর্গন্ধতা লেগে আছে তোমার-তোমাদের ,
তাই তোমার ও নাক পাবে না সুগন্ধীর ছোঁয়া।
হয় তো’ অন্যকে হারাতে গিয়ে
একদিন হারিয়ে যাবে নিজে,তুমি ও তোমরা।
প’থ চলা শেষ হবে না,অসমাপ্ত পথের পথিক হয়েই
থেকে যাবে হয়তো।
অনুসারীরা কাঁদবে, ঝরে যাবে ঝরা পাতার মত—
শূন্য থলিতে থাকবে বিষের গন্ধ, প্রত্যাক্ষিত হবে অ’দেখা বিষপানে।
ফিরে এসো যদি, ফিরতে পার যদি,
১০ই(দশ) এপ্রিলে-৭ই(সাত) মার্চে
ফিরে পেলেও ফিরে পেতে পার অ’দেখা হারানো কুসুম,
ফিরে পেতে পার বাঙালি চেতনার জীওন কাঠিকে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
১ ওয়ার্ড, মাদ্রাসা পড়া, পৌরসভা, দক্ষিণ সালান্দর, ঠাকুরগাঁও সদর, বাংলাদেশ।