অসময়ে বৃষ্টি
-অশোক মাহাত
≈≈≈≈≈≈≈≈≈≈
ধরার বুকে চাষী কাঁদে
অসময়ে বৃষ্টি,
কাটা আছে নতুন ধান
বিধির কেমন সৃষ্টি।
কাটা ধান ভিজছে জলে
ফাটছে চাষির বুক,
অসময়ে বৃষ্টি পড়ে চাষীর
বন্ধ হলো মুখ।
মুখের মধ্যে নেই তো কথা
চাষী পুরনো ফাঁদে,
অসময়ে বৃষ্টি পড়ে চাষী
বসে বসে কাঁদে।
কাঁদতে কাঁদতে বলে চাষী
প্রভুর একি খেলা,
মাঠের মধ্যে ধান তুলতে
গড়াচ্ছে দুপুর বেলা।
দুপুর বেলা ধানটি তুলে
আনবো নিজের বাড়ি,
অসময়ে বৃষ্টি কত এখন
আনতে হবে গাড়ি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি অশোক মাহাতর বাড়ি পুরুলিয়া জেলার ধুরহী গ্রামে, পোস্ট গঙ্গাড়া, জেলা পুরুলিয়া-পিন-৭২৩১০৩,
ছোটবেলা থেকেই সাহিত্য সংগীত ও অন্যান্য সংস্কৃতি পরিমণ্ডল এর মধ্য দিয়ে পথ চলা শুরু। পড়াশুনা করতে করতেই ছাত্র জীবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের চাকরি, আর চাকরির সুবাদে রাজ্যের বিভিন্ন জেলাতে ঘোরা, সাথে সাথেই ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়ে যাওয়া, এবং সাহিত্য জগতে নিজেকে মনোনীত করা। বর্তমানে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর নানান ধরনের ছড়া কবিতা গল্প, অনু কবিতা, ছড়াক্কা, হাইকু ,সহ নানা বিষয়ে অংশগ্রহণ করে এবং সাহিত্য পরিবারগুলি থেকে পুরস্কৃত হয়েছে।
মানভূমের লোকসংস্কৃতি বিভিন্ন মনীষীদের নিয়ে কবিতা, একজন শ্রমিকের চিন্তা ভাবনা থেকে কবিতা গুলি রচিত হয়েছে, এখন পর্যন্ত কবি অশোক মাহাতর
ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।