বেলুন
-বিপ্লব শামীম
≅≅≅≅≅≅≅≅≅
দুনিয়া তো হাওয়ার বেলুন
হুল ফুটলেই ফুস,
সাবধানের সময় কি পাবে?
হে স্রষ্টার কৃপার মানুষ?
কি বাহাদুরি তোমার?
দেমাগে আসবে কি হুশ?
না কি মরীচিকার সরাবের নেশায়
ছুটতে ছুটতে হবে বেহুশ!
কতো ফন্দি আটো তুমি?
কতই না তোমার আউশ,
কাকে ঠকিয়ে করবে বাজিমাৎ
ধোকাতেই তোমার দিলখোশ!
কতটুকুই বা আছে দম?
লাগসই আছে কি ফুসফুস?
তলিয়ে দেখো কতো কালো তাতে
আতঙ্কে করবে শুধুই আফসোস!
ফিরে আস হে মুসাফির
হে জ্ঞানে পূর্ণ মানুষ,
দুনিয়ার এই মেহমান খানায়
রাখ হিম্মত, তুমিতো নও কাপুরুষ!
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম।
ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।ধন্যবাদ।