আবার ও

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼

আবার ও

যেনো কোন চোখ

ডুবালো নেশায়

আবদ্ধ করলো আমায়

তার- ই অরাধনায়।

হতে পারো তুমি

স্রষ্টার অপরূপ সৃষ্টি

ভুলে না যাই তবে,

নিজ সভ্যতা ও কৃষ্টি।

ঘুমন্ত প্রণয়

আবার ও যদি!

জাগ্রত হয়ে যায়

দোষ কি দেবে আমায়।

আবার ও

কোন মায়াময় চোখ

অদ্ভুত এক ঘোরে

আপ্লুত করলো আমায়

মিশে রইবে তুমি

সীমাহীন ভাবনায়।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

নাম-রীনা

পেশা -গৃহিনী।

ঠিকানা -হাজারীবাগ,ঢাকা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*