অভিমান করোনা

-আশীষ খীসা

≅≅≅≅≅≅≅≅≅≅

অভিমান করোনা আর প্রেয়সী তুমি

এবার আমার দিকে একটু তাকাও,

তোমার মনে যদি দুঃখ দিয়ে থাকি

নিজ গুণে আমায় ক্ষমা করে দিও।

তুমি আছো একদিকে মুখ করে

আমিও আছি অন্যদিকে,

তোমার এই অভিমান দেখে

আমার সুন্দর মুখটা হয়েছে ফিকে।

আমায় ভুল বুঝোনা প্রেয়সী

আমি তোমাকে খুব ভালোবাসি,

তুমি আমার সুখ-দুঃখের জীবন সাথী

থাকবো দুজনে আজীবন কাছাকাছি।

এভাবে আর কতক্ষণ থাকবে তুমি

মুখ ঘুরিয়ে গোমড়া মুখ করে,

এত রাগ ও অভিমান করোনা আর

তুমিতো আমার আজীবন রবে।

তুমি আমার উপর অভিমান করলেও

আমি জানি,তুমি আমায় খুব ভালোবাসো,

এসো সুন্দর মুহূর্তটা গল্প-গুজবে কাটিয়ে দিই

রাগ ও অভিমান ভুলে গিয়ে এবার একটু হাসো।

তোমার অন্তর সুন্দর আমি জানি

তাই এভাবে আর তুমি থেকোনা,

আমি মাথা ছুঁয়ে আজ প্রতিজ্ঞা করছি

তোমাকে আর কখনও মনে দুঃখ দেবোনা।

≅≅≅≅≅≅≅≅≅≅

সংক্ষিপ্ত কবি পরিচিতি :

কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা,

মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর।

স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,

উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে

স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.

(১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।

তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ১৯টি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*