সব একটু আলাদা হোক

-মানস দেব

∞∞∞∞∞∞∞∞∞

তোমরা ভাবছো বছর শেষে

বাধাধরা দুঃখ- বেদনা , পাওয়া – না পাওয়ার গল্প শোনাবো

তা , নয়।

আমি শোনাতে চাই নতুন কিছু ।

গত বছর কে – কি পেল জানিনা ।

জানি শুধু ,

যথাসময়ে আসেনি গ্রীষ্ম – বর্ষা – শীত।

যারা এসেছিল তারাও বেশ পরে।

মানুষের কি ক্ষতি , কি লাভ হয়েছে তা সকলের জানা ।

সূর্য মামা যে প্রখর তেজ দেখিয়েছিল

ভাবলে আজও গা শিউরে ওঠে ।

গরম যেমন ছিল তেমনি ছিল ভোটের উত্তাপ !

কোথাও ভোট লুট , কোথাও ব্যালট বাক্স ভাঙ্গার পালা।

কোথাও গণহত্যা লীলা !

কোথাও হাজারো দিন

রাস্তায় বসে যোগ্য চাকরি প্রার্থী !

মুখ বুঝে সহ্য করাটা

মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে !

নতুন বছরটা যেন আর এমন না হয় ।

সবকিছু নিয়মের আবর্তে আবর্তিত হোক ।

বন্ধ হোক মানুষের রক্তের হোলি খেলা ।

এমন একটা সকাল আসুক যেখানে সকলে একত্রে বসে

ভালোবাসার গল্প বলতে পারি।

প্রাণ ভরে বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস নিতে পারি ।

নীরোগ থাকুক পৃথিবী ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিত –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। শিক্ষকতা সূত্রে রায়গঞ্জ নিবাসী। প্রথম কাব্যগ্রন্থ “অনুভব “।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*