হতাশা
-সঞ্জয় টুডু
≈≈≈≈≈≈≈≈≈≈
জীবনে জেগে ওঠে নানা আশা,
কিছু পাওয়া তো কিছু নিরাশা।
মনে প্রাণে চায় যেটা ক’জন পায় সেটা,
সৃষ্টি হয় অন্দরে হতাশার কাঁটা।
অন্তরে জন্মায় লোভ,ক্ষোভ, ঘৃনা,
বৃদ্ধি হতে থাকে, না পাওয়ার যন্ত্রনা।
বিনা দোষে দোষী হলে,
মনের ব্যাথা দ্বিগুণ জ্বলে।
অপকর্ম নাহি করে,
অপবাদ মাথায় ধরে।
বাড়তে থাকে হতাশা,
সফলতার নেই কোনো ভরসা।
মনের জোর আর তেমন নেই,
সাফল্য শুধু স্বপ্নতেই।
হয় অভাবে নয় স্বভাবে ভেসে আসে,
চোখে মূখে প্রকট হয় জনমানসে।
জাগ্ৰত হয়ে ওঠে বিফলতার উৎকণ্ঠা,
অন্ধকার নেমে এসে, বেড়ে যায় দুশ্চিন্তা।
শরীর ভগ্ন নাহি হয় কর্মে,
দুশ্চিন্তা গ্ৰাস করে হতাশার মর্মে।
সদা থাকো হাসে খেলে,
অধরা ওই স্বপ্ন মেলে।
স্থান যাতে না পায় মনের কোণে,
জীবন যেন উপভোগ করে প্রতি জনে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত ও বিভিন্ন সমাজসেবা মূলক কর্মের সাথে যুক্ত। ‘সৃষ্টির খোঁজে ‘ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম ‘নীরব বৃক্ষ’।