কলম কালির বন্ধুত্ব
-শিবানী সাহা
∼∼∼∼∼∼∼∼∼∼
শেষটুকু আর হয়নি দেখা
পেছন ফিরে খুঁজিনি মানে,
কবিতা তো শুধু কলমেরি হয়
কালির কথা কজন জানে।
ব্যস্ত জীবন সারাদিন ধরে
নিত্য নতুন গড়ার কাজে,
কলম কালির নিবিড় সম্পর্ক
কবিতার সৃষ্টি সকাল সাঁঝে।
মন চাইলেও হয় না যা দেখা
ঠাঁই তাদের অতীতের ঘরে,
সকলের অজান্তে কলমের কালি
অজানা নানা ইতিহাস গড়ে।
নিত্য নতুন কবিতার সৃষ্টি
কবিরা ব্যস্ত সৃষ্টির আনন্দে,
কবিতা হয়ে ওঠে প্রাণবন্ত
বাস্তবের আঙিনায় নানা ছন্দে।
কালি ছাড়া কবিতার সৃষ্টি
হয় না কভু কোনো কালে,
কবি ও পাঠকের হৃদয় সদা
নেচে ওঠে সুর ছন্দ ও তালে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
কবি শিবানী সাহা, বর্তমানে হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা। সাহিত্যের প্রতি অনুরাগ তার ছোটবেলা থেকে। কবিতা লিখতে পড়তে ভালোবাসে।