প্রকৃতি যেন দিলখোলা

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

পৌষের প্রাধান্যে নিরবতা নেমে এলে ,

রাতচরা মেঠো মুশিক অস্তিত্বের সংগ্ৰামে

মৃত শামুকের খোলসে খুঁজে ফেরে জীবনের তাগিদ ।

দিগন্তের পারে জেগে থাকা একফালি চাঁদ

আনমনে রচে যায় বহুধা পৃথিবীর রূপকথা ।

তপস্যারত মাছরাঙার তীক্ষ্ণ দৃষ্টিতে আঁধার ঘনালে

পাতা খসানোর সময় শুরু হয় বেনুবনে ,

নিশাচর শিয়ালের বেখেয়ালি উল্লাসে

আচম্বিতে ভেঙে যায় গভীর নিশুতির নিস্তব্দতা ।

আদুল গাঁয়ের মেঠো গালিচার আল পথে

জোনাকিরা দীপ জ্বেলে রচে যায় রাত বাসর ,

নিঝুম রাতের জলসায় নিস্তরঙ্গ দিঘির অধরে

লজ্জাবতী ঝিনুকেরা সঙ্গম সুখের বাসনায়

খোলশের আবডালে রাত জাগে দু’নয়নে ।

ভোরের কুয়াশাস্নাত বকুলের শাখে বসে

প্রবাসী কোকিল শোনায় আগত বসন্তের সমাচার ,

অল্প শীতের গল্প গাথায় সদাহাস্য

মৃদুমন্দ দখিনা সমীরণ যেন বাউল বাতাস ।

উদীয়মান দিবাকরের চির অম্লান সুষমায়

মুছে যায় মায়াবী নিশুতির অগনিত জলছবি ,

আগামীর পথ চেয়ে মাধবী-মধুপে চলে মিতালী ।

রাতের উপমা আর দিনের মুনশিয়ানায়

আমার অনন্যা প্রকৃতি যেন দিলখোলা ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল । গ্ৰাঃ+পোঃ- যোগেশ গঞ্জ । জেলা – উঃ ২৪ পরগনা । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*