পথের পথিক

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈≈≈

অম্বর মোর মাথার ছাদ

ভূমিতল মোর নিবাস,

হাঁড়িকড়া সব মোটে বাঁধা

নেই কোনো স্থায়ী আবাস।

স্বাধীন মোর দুটি হাত পা

সত্য অবলম্বনে ঘুরিফিরি,

অন্যায় পথে হাঁটি না কভু

করি না কভু ছলচাতুরী।

ঈশ্বর যেদিন যা জোগান

তাতেই পাই মনের শান্তি,

পথের পথিক ক্ষুদ্র জন

নাই পথে মোর কভু ক্লান্তি।

সূর্যের পরিক্রমা পথের

আমিই গো একমাত্র সাথী,

ভানুর উদয় অস্ত শেষে

চোখ মুদে শান্তি ঘুমে মাতি।

ঝড় বৃষ্টির আঁধারি রাত

রোদ্দুর তপন তেজ শিখা,

উত্তরে কনকনে পবন

দক্ষিণা বাতাস মোর সখা।

সবকিছু সহিতে সহিতে

দেহখানি মোর তরতাজা

স্বাধীন পথ পথিক আমি

পথের পথিক মহারাজা।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ফেসবুক দুনিয়ার প্রথম সারির কবি সাহিত্যিক কবি- শ্রী স্বপন কুমার দাস।পিতামাতা-সন্তোষ কুমার দাস / কল্যাণী দেবী। গ্রাম +পোস্ট +থানা- গোপীবল্লভপুর জেলা-ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*