বীর সন্ন্যাসী বিবেকানন্দ
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞∞∞
তুমি এক মহামানব এসেছিলে
দেশে বিদেশে তুমি হও পূজিত
অরুণকান্তি যোগী ভিখারী তুমি
চির উজ্জ্বল রবে, আজও সম্মানিত
১৮৬৩ সালের ১২ই জানুয়ারি
ভুবনেশ্বরী মাতা, পিতা বিশ্বনাথ দত্ত
কোল আলো করে এসেছিলে
দত্ত পরিবারে সবাই খুশিতে মত্ত।
নরেন নামে পরিচিত শিশুকালে
সাহসী, যুক্তিবাদী, সৎ,পরিশ্রমী
তুমি নির্ভীক, তুমি সর্বগুনসম্পন্য
আমরা স্তম্ভিত, তব গুনে, তোমারে নমি।
সপ্ত ঋষির, এক ঋষি তুমি
এসেছিলে মর্ত আলোময় করতে
জাত বিচারের উর্ধ্বে, হে মহা মানব
সর্বধর্ম সমন্বয় মিলনে, সকলে মিলতে।
১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে
ভারতকে পৌঁছেদিয়েছিলে বিশ্বের দরবারে
তোমার বাণী কর্মকাণ্ড, ইতিহাস সৃষ্টি করেছে
প্রণিপাত করি, তব চরণে বারেবারে।
১৯০২ সালে মাত্র ৩৯ বছরে
তুমি চলে গেলে, ইহ জগত ছেড়ে
ধন্য ভারত ভূমি, তোমার পবিত্র স্পর্শে
তুমি পথ প্রদর্শক, যুব সমাজের তরে।
ছেলেবেলার বিলে, পরে নরেন নাথ দত্ত
সূর্যের মত প্রখর, বজ্রের দৃঢ়তা তোমার
১৬১তম জন্মদিনে জানাই ভক্তিপূর্ন প্রণাম
রয়েছ অন্তরের অন্তঃস্থলে প্রতিক্ষণে সবার।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।