সুন্দর নিয়মে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
বাঁচার মতো বাঁচতে হলে, চলতে হবে তব সুন্দর নিয়মে,
অসৎও পথে ভিড়ালে মন, কি যাতনা বুঝবে মর্মে মর্মে।
মেঘেমেঘে ঢাকা, এমনই প্রহর ছিল গগনে সেদিন,
আসেনি চাঁদ রওশন রেখা,গগনও ছিল না রঙিন।
কালো মেঘের মতো মিথ্যা যেন জড়িয়ে থাকে মনে,
চির সত্য জ্যোছনার আলো, ছড়িয়ে দেয় এ ভুবনে।
সত্যে বাণী যাত আছে, শয়তান শোনে না কর্ণকুহরে,
কোথা সে মুসলিম, প্রার্থনা ক্রন্দন করে নিশি প্রহরে।
সুন্দর চরিত্র, সুশিক্ষা ছাড়া রেখে যায় বিষাদেরও চিহ্ন,
সুখ সুখ করে কাঁদলেও অসত্য করে না জীবনকে ধন্য।
ছন্দে ছন্দে দুনিয়াতে, জীবন চলুক পবিত্র সেই আনন্দে,
পবিত্র সেই রূপ রেখা তৈরী হোক এই জীবনেরও ছন্দে।
মানুষ মানুষকে ঠকাবে না, এমনই বিবেক হোক জাগ্রত,
ভালোবাসা সম্মানও বিরাজ করুক, তব শির থাক নত।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রামঃ- পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ