জানো কি?

-মোঃ হাসান মোর্শেদ লাবু

∞∞∞∞∞∞∞

স্বার্থ পাখি-

তুমি জানো কি?

কোন সুখে তুমি সবচেয়ে বেশি সুখী,

ভালোবাসার নীড়ে তোমার স্থায়ী বসতি।

নিঃস্বার্থ পাখি-

তুমি জানো কি?

মাঝে মাঝে খুব ভেঙে পড়ি,

বিবেক হত্যা করে মুচকি হাসি।

স্বার্থ পাখি-

তুমি জানো কি?

জীবনের সব পথগুলো গন্তব্যে পৌঁছে না,

কিছু পথ বহুদূরে দিগন্তে মিলে

অজানাতে হারায়।

নিঃস্বার্থ পাখি-

তুমি জানো কি?

ত্যাগ ও ভালোবাসা জয়ে অজানা,

ধরণী ও স্বর্গের সংজ্ঞায় এ কথা জানা।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

মোঃ হাসান মোর্শেদ লাবু। ঠিকানা-৭২২,পশ্চিম শেওড়াপাড়া,মিরপুর,ঢাকা। পেশ -আন্তর্জাতিক শিক্ষক,লেখক ও মানবতা কর্মী।জন্ম তারিখ- ৯/৮/১৯৭১ ইংরেজি শিক্ষাগত যোগ্যতা-বিএসএস অনার্স,এম এস এস (রাষ্ট্রবিজ্ঞান), টিইএফ এল(এশিয়ান কলেজ অফ টিচার্স-ইন্ডিয়া ), টাইটেল-টি কে টাইয়ার-ক্যামব্রিজ ইংলিশ অ্যাসেসমেন্ট(ক্যামব্রিজ ইউনিভার্সিটি-লন্ডন), নমিনিমিটেড অ্যাওয়ার্ডই-ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*