অবহেলা
-মোঃ মাহ্তাব উদ্দিন
∼∼∼∼∼∼∼∼∼∼∼
সময়টাকে নিয়ে সবাই
হেলা ফেলা করে,
ভুলের মাশুল গুণে গুণে
হা হুতাশে মরে।
থাকতে সময় ভরা যৌবন
ভাবনা কেউ না করে,
সব হারায়ে পথের ফকির
থাকে বদ্ধ ঘরে।
যারা ছিলো কাছের মানুষ
তারা যাবে সরে,
সার্থের ক্ষেত্রে বাচবিচারে
জায়গা সবার পরে।
দুখীর দুঃখ বুঝে ও’রা
কেউ আসে না পাশে,
কষ্টে হয় রে সম ব্যথী
কেউ না ভালো বাসে।
সুখের সময় হারায় যখন
দুখের সময় আসে,
যে না ভালোবাসে সে যে
দেখে তোমায় হাসে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি -মোঃ মাহ্তাব উদ্দিন
গোপালগঞ্জ,
দৈনিক যুগান্তর এ সি এম ও
পদে কর্মরত আছি। ১৯৮৬ থেকে লেখা লেখি করি।