সম্ভবামি যুগে যুগে

-ইন্দিরা দত্ত

∞∞∞∞∞∞∞∞∞

মহাপ্রলয় আসে যদি ভয় পেও না কেউ!

জীবনযুদ্ধে জয় পরাজয় হায় সাগরের ঢেউ।

মানব হয়ে জন্মেছি ভাই করব কেন ভয়?

পরিশ্রমে একাগ্রতায় আসবেই একদিন জয়।

শক্ত করে হালটি ধরো গাও জীবনের গান,

যতই বাধা আসুক তবু বাঁচবে সবার প্রাণ।

তুফান মাঝে দাও উড়িয়ে জীবন তরীর হাল,

বিপদ মাঝে বুকখানা হোক তোমার বর্ম ঢাল।

গীতার বাণী রাখবে হৃদে করবে বাধা পার,

উদাস বাউল যেমন করে সাহস রাখে তার।

সত্য রাখো হৃদয় মাঝে পাবে ফিরে মান,

মিথ্যা প্রলয় পাপের আলয় ক্যামনে পাবে ত্রাণ?

হিংসা বিবাদ মনের থেকে করো সবে দূর,

প্রলয় মাঝে শুনতে পাবে মহান প্রভুর সুর।

রুদ্ররূপের প্রলয় বক্ষে ধ্বংস হলে সব,

নতুন করে গড়তে হবে শোন কলরব।

পাপের আবাস নেয় কেড়ে শ্বাস এতো প্রভুর কাজ,

‘সম্ভবামি যুগে যুগে’ সত্য কথা আজ।

সৃষ্টির উল্লাস দেখে শুনে মাতবে যারা হায়,

প্রলয় বুঝি সন্নিকটে প্রাণটা বুঝি যায়!

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

আমি ইন্দিরা দত্ত, একজন হোমমেকার ও গৃহ শিক্ষিকা। বিভিন্ন লেখক ও কবিদের কবিতা ও গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে। শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শংকর ইত্যাদি। এছাড়া বাগান করা, আবৃত্তি নাচ গান করতে আমার ভীষণ ভালো লাগে। তাই শেষ বেলায় এসে এই লেখার চেষ্টা। পিতার নাম – ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস, মায়ের নাম – শ্রীমতি বীণাপাণি বিশ্বাস স্বামীর নাম – উৎপল দত্ত

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*