স্মৃতি আগলে

-অনিল কুমার পাল

≈≈≈≈≈≈≈≈≈≈≈

সুন্দর স্মৃতি থাকে হৃদয়ে

স্মৃতির কথা যায় সুধায়ে,

যাতনা মম যায় কাঁদায়ে

অতীত কথা আছে মলয়ে।

জোসনা আলো যায় বিলায়ে

গ্রহণ লাগে চলি আলয়ে,

উপরে ছাঁদে দেখি আকাশে

মেঘের ভেলা ভাসে বাতাসে।

দুজনে গল্প বলি প্রেমের

আদুরে ব্যথা কত স্নেহের,

ধরার মাঝে শুধু সুখের

আসলে আছে অতি দুখের।

মনের চাপা কষ্ট বেদনা

ভুলতে পারা দেয় চেতনা,

সুজন ডেকে কথা বলবে

হালকা মন নিয়ে চলবে।

সত্যই ভরে যাবে হৃদয়

থাকবে নাতো কোন অজয়,

নিজেকে নিয়ে গড়ে সমাজ

পাল্টিয়ে দিবে হবে স্বরাজ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

অনিল কুমার পাল পিতা মৃত দ্বিজপদ পাল মাতা মৃত রেনুবালা পাল ।তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন ।তিনি একটি বিশেষায়িত ব্যাংকের অডিটর হিসাবে কর্মরত আছেন। তিনি অনলাইনে লেখালেখি করে থাকেন তাহার লেখা বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*