মায়ের পরশ
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈≈
মায়ের পরশ শীতল পরশ
ভরে যায় প্রাণ,
মিষ্টি মধুর মায়ের আমার
ঘুম পাড়ানি গান।
মায়ের কোলে মাথা রাখলে
এসে যায় ঘুম,
কপাল জুড়ে আদর মাখা
স্নেহভরা মায়ের চুম।
তখন তো মা ঘুমিয়ে পড়ি
মাথায় যখন রাখো হাত,
ঘুমের দেশে হারিয়ে যাই
কেটে যায় রাত।
চোখ খুলতেই তাকিয়ে দেখি
তুমি আমার পাশে,
জড়িয়ে ধরে শুয়ে আছো
আমায় ভালোবেসে।
এমনিভাবে কাটতো যদি
আমার সারা জীবন,
তোমাকে কাছে পাওয়ার আনন্দে
নেচে উঠতো মন।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
কবি শিবানী সাহা, বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করে। জন্ম দক্ষিণ 24 পরগনার নৈহাটিতে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার অনুরাগ। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসে। তিনি একজন সাধারন গৃহবধূ। কাজের অবসরে কবিতা লেখেন।