দিগ ভ্রম
-গণেশ পাল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
নীল সবুজের একখণ্ড অবসর
কখনো কখনো কোথাও
ব্যস্ততার সীমানা পেরোয় না ।
নিঃশ্বাসের খোলসে
দিনগুলো অতঃপর
একান্ত নামতায় হিসাব চুকাতে
স্থবির জলের সামনে দাঁড়ালে দেখি —
তবে সেখানে তার আয়নায়
গোলক ধাঁধা কিসব !
বন্ধনসূত্রে ডুবুডুবু
হিসাবের ফেরে
মগ্নতার দায় সহসা কার ?
বোধ অবোধের সীমানায়
পক্ষপাতে পরস্পরের ত্র্যহস্পর্শ
এখানে কেবলই
যেন দিগ্ ভ্রমে বেসামাল ।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল , জন্ম ও জন্মস্থান : ০২ জুলাই ১৯৫০ সনে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্ম গ্রহণ করেছি । শিক্ষা : নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে ১৯৭২ সনে বিএ পাশ করি । কর্মজীবন : ১৯৭৪ সনে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সনে পরিদশক পদে অবসর গ্রহণ করেছি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যম লিখে চলেছি । আমার লেখার একক প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট দশটি :- ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক অপ্রকাশিত গ্রন্থ রয়েছে ।