যদি কখনও ভাবো
-পীতবাস মণ্ডল
∼∼∼∼∼∼∼∼∼∼∼
যদি প্রকৃতিকে বন্ধু ভাবো
সে তবু তোমায় বেঁচে থাকার রসদ জোগাবে ,
কখনো বিশ্বাস করতে চাইলে
নিরীহ পশু পাখি কে করে দেখো !
কৃতজ্ঞতা জানাতে তারা তোমার দুঃখে হবে কাতর ।
যদি চরম মুহুর্তে কখনও
নিজেকে ভীষণ অসহায় মনে হয় ,
তবে নিষ্ঠাভরে হইও ঈশ্বরের শরনাপন্ন
দেখো ; দুর্দিনে তিনি তোমায় মুক্তির পথ দেখাবেন ।
যদি কখনও কারও উপকারে আসতে চাও
তবে কোন নিষ্পাপ তরুলতার পাশে দাঁড়িও ,
দেখবে আমৃত্যু সে তোমায় সতেজতা দান করবে ।
যদি কখনও নিজেকে কর্তব্য পরায়ন মনে হয়
তাহলে মৃত্তিকার সংরক্ষণে সচেষ্ট থেকো
সে তবু তোমায় অন্তিমে বুকে ঠাঁই দেবে ।
যদি কখনও সখ্যতা গড়ার অভিপ্রায় জাগে
তবে নিঃসীম পৃথিবীর সাথে গড়ে দেখো !
অভিকর্ষের টানে সে তোমায় কৃতজ্ঞতা জানাবে ।
যদি কখনও মনখারাপে বিমর্ষ লাগে
তবে মিথ্যা আলেয়াকে নয় !
আলোকে সঙ্গী ভেবো ,
সে তোমায় সঠিক সুরাহার উপায় বলে দেবে ।
ভুলেও ভুল করোনা মানুষকে ভালোবেসে
যারা স্বার্থ সিদ্ধির জন্য বিশ্বাস হরণ করে ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ – যোগেশ গঞ্জ । জেলা – উঃ ২৪ পরগনা । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।