থাকতো যদি একটা আলাদিন -কেয়া চক্রবর্তী ⇔⇔⇔⇔⇔⇔ রূপকথাতেই বাঁচতে বড়ই সাধ হয়, থাকতো যদি কোনো এক আলাদিন, হুকুম করতেই একটি বার প্রদীপ ফুঁড়ে, আনতে পারতো আজকে সবার জন্য ভ্যাকসিন।। বা থাকতো যদি আমাদের কাছে যেমন ছিল ভক্ত হনুমান, এই মহামারী থামাতে হলে আনতো তুলে আস্ত পর্বত গন্ধমাদন।। আজকের দিনে এমন রূপকথার, দেখি যতই না আমরা […]