জনশূন্যতা থেকে জনমুখর -দীপু রায় ⇐⇐⇐⇐⇐⇐⇐ জনশূন্যতা থেকে জনমুখর একদিন, কেটে যাবে দূর্যোগের সব কালোমেঘ, মুছে যাবে মৃত্যুভয়, কর্মচঞ্চলতায় প্রাণবন্ত হয়ে উঠবে সকল গ্রাম ও নগর। আজ সামনে আমাদের বড্ড কঠিন পরীক্ষা, প্রয়োজন ধৈর্যের,ঐক্যবদ্ধ লড়াইয়ের আর আত্মবিশ্বাসের। দেখবে, বন্ধু জয় হবে মানবতার,জয় হবে জীবনের। লাগাম টানি অপ্রয়োজনিয় ঘোরাফেরায়, গৃহবন্ধি হই আজ,জনশূন্য হৌক পথ-ঘাট। আগামিতে ফিরবে […]