ফাগুন আসে শিমুল হাসে

-মাজহারুল ইসলাম

◊◊◊◊◊◊◊◊◊◊

সুপ্ত বাসনা যে-দিন প্রকাশিলে, সেই শিমুল বনে?

লোমরাজি পুলক সঞ্চারে স্ফীত,হৃদ-ভর কম্পনে!

ছিল সেদিন পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস,

তব অধর কথন,মোর দেহমন,হয়েছিল যৎ বিবশ!

ভালোবাসি ভীষণ,এই বলে যবে হাত দুটো ধরলে?

রবো দুজন একাট্টা,এমন’ই নিরেট-ওয়াদা করলে।

তারপর কাটে দুজনার দিবানিশি আনন্দঘন দিন,

ক্ষণে বটতলে,নয় শিমুল মূলে,হেসে-খেলে রঙিন।

গাঢ় প্রণয়,দৃঢ় প্রত্যয় আচে,সহপাঠী বাহ্বা জানায়,

বসে শিমুল ডালে,ফাগুন তালে,পাখালি গান গায়।

তৃণ-গালিচায় শুয়ে, মাথা কোলে নুয়ে, কাটে দিন,

ছিল তখন দুজনার-কাল,দুরন্ত দুর্বার বাঁধা-হীন।

মনে হতো,আহা সুখ কতো,এদিন যেন না-ফুরায়,

সুখের সুবাস স্বপ্ন আভাস, বইয়েছে দখিনা বায়!

ছিল জীবন রঙিন,অম্বর ন্যায় বাঁধা-হীন অপার,

প্রণয় স্রোতে,প্রতীক্ষায় মেতে,পরিণয়ে ঘর বাঁধার।

ফাইনাল এক্সাম শেষে,গমন করি নিজ-নিজ দেশে,

হেথা ছিনু কিছু-দিন, অনুমান মাস দুই হবে শেষে?

বিয়ের অনুমতি প্রার্থনায়,ঘুরঘুর মায়ের চারপাশে,

একদিন গাঁয়ের বাড়িতে বাহক চিঠি নিয়ে আসে।

চিঠিটি খোলে দেখি, একি! বিয়ের নিমন্ত্রণ কার্ড!

নীচের এক কোণে,লিপি তব নাম! ব্লক মোর হার্ট।

আজও ফাগুন আসে,শিমুল হাসে,পাখি গান গায়,

তব বিরহে,এ-অবোধ বিরহী,কেঁদে-ফেরে সর্বদায়!

◊◊◊◊◊◊◊◊◊◊

কবি পরিচিতি- 

মাজহারুল ইসলাম, পিতা মৃত আব্দুল জহুর খান, মাতা মৃত হালিমা খাতুন, জন্ম ৬ই আগস্ট ঊনিশ শত ঊনসত্তর, ঠিকানাঃ- ৩৪/৬ গোহাইল কান্দি মীরবাড়ি ময়মনসিংহ

কবির প্রকাশিত কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ। ১-আরশি সাহিত্য ম্যাগাজিন ২০১৯ (যৌথ) ২-কবিতাঞ্জলি ২০২১ (যৌথ) ৩-ঝোঁক ২০২১ (যৌথ) ৪-কাব্য সৃষ্টির পাতায় পাতায় ২০২১ (যৌথ) ৫-স্বপ্নের সোহাগী ২০২১ (যৌথ) ৬-মায়াবী যুগল চোখ ২০২১ (যৌথ) ৭-নির্জন কাব্য নিকেতন ২০২১ (যৌথ) ৮-একুশে বর্ণমালা গোষ্ঠী কবিতাগুচ্ছ ২০১৯ (যৌথ) ৯-দর্পন সাহিত্য ম্যাগাজিন ২০২০ যৌথ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*