তুমি কি করেছো ? -সুজিত ঘোষ ∞∞∞∞∞∞∞∞ দিন ফোটে তার ঘামে, রাত নামে নিঃশ্বাসে, ভোরে উঠে সংসারের রথ টানে রক্তমাংসের পাশে। চুলে ধুলো, চোখে জ্বালা, তবু মুখে হাসির ছোঁয়া, কারণ সেই হাসিতেই লুকানো সংসারের আশ্রয় বোয়া। ভাতের দানা জোটে তার ঘামের বিনিময়ে, অন্যের সুখের জন্য সে জ্বলে, নিজে নিভে যায় সীমানায়। সন্তানের স্কুল, স্ত্রীর ইচ্ছা, […]