তুমি সুন্দর -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ তুমি সুন্দর তাই চেয়ে থাকি হেমন্ত মনের সে মনোরথ, ভেজা কুয়াশা সুন্দর আবরণ উদাস হলো এই বনপথ। তুমি মনের অনুভূতি হেমন্ত, আদর সোহাগ অভিমান, তুমি হৃদয়ের গল্প পল্লী বাতাস একমুঠো শীতের গান। হেমন্ত তুমি সোনালি রৌদ্র প্রভাতের ওই আঙিনায়, আনন্দ অশ্রু আঁখি কোণে, অন্তরের সেই মোহনায়। তুমি এক […]