ডেঙ্গুর প্রতিকার -সঞ্জয় টুডু ≈≈≈≈≈≈≈≈≈ মশা বাহিত ডেঙ্গু জ্বর, বাংলা জুড়ে পড়েছে শোরগোল। জমানো জলেই বাঁধে তাঁবু , ছোট-বড়ো সবাই, তার অত্যচারে কাবু। পুরানো টায়ার,ডিম ও ডাবের খোলা, তার প্রিয় বাসস্থানই মানবজাতির জ্বালা। পরিত্যক্ত ব্যাটারির সেল,পিচের ড্রাম, অব্যবহৃত পাত্রের নেই কোনো দাম। জমায়িত নর্দমা ডোবার জলে, এডিস মশা বংশ বৃদ্ধি করে হেসেখেলে। বাড়ির চারিপাশে রাখো […]