বদলে যাও বদলে দাও -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ প্রতিজন কর আহ্বান, কর পূর্বে বন্দেগী সাধন, হবে সাধন, আসবে নীতি নৈতিকতার জাগরণ। যথাযথ সত্য প্রেমে আনো যদি নৈতিকতা বোধ, মূল বিশ্বাসে নৈতিকতাবোধ করবে অধর্ম রোধ। সামাজিক অবক্ষয় স্রোতে নিজেকে না ভাসাও, অন্তরে মনুষত্ববোধক নীতি-নৈতিকতা জাগাও। অপরাপর কি করে, তা না ভেবে হাঁটে যদি সবে, সত্য প্রেমে […]