রণাঙ্গনে মেহের আলী -মোঃ আব্দুল হামিদ সরকার ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ মুক্তিসেনা মেহের আলী, মাদুলি বাঁধা মুষ্টিবদ্ধ হাত, ঝাকড়া চুলে বেয়ে যাওয়া মাঝির বৈঠার ছলাত ছলাত শব্দ। কব্জিতে লালসালু, আঁখি ভরা সোনালী স্বপ্নের সিঁড়ি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর রাজনৈতিক কবির বজ্রকথন। আপাদমস্তকে মেহের আলীর নেচে উঠা গ্রন্থিল পেশি, রণাঙ্গনে স্টেনগান ধরা, শত্রু হননের হুংকার। আপ্লত মন, প্রতিবাদ আর ক্রোধের […]