যদি মানবতা ডোবে আঁধারে -প্রদীপ কুমার মাইতি ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ যদি মানবতা ডোবে আঁধারে, সভ্যতা ধংস হয় বারে বারে, কলুষিত হয় রাতের অন্ধকার। মাতৃভূমির বুক চিরে জাত ধর্মের হয় চাষাবাদ, ফসলে রক্তাক্ত হয় মাতৃভূমি মাথা তুলে কতনা মৌলবাদ। জায়ার কান্না মায়ের আর্তনাদে ভাসে সমাধি,শ্মশান,গ্রেইভইয়ার্ড,কবর স্থান। গোধুলির রং মেখে ক্লান্ত রবি ফিরে ঘরে, আতঙ্কের কালো রাতে খুন হয় […]