লহ প্রণাম -ইন্দিরা দত্ত ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ হে মহান শিক্ষাগুরু চরণে প্রণমি, লহ তুমি নমস্কার, অপরাধ ক্ষম। আজিকার এই দিনে দাও মোরে ক্ষমি, আশীর্বাদ দেহ মোরে আশাটুকু মম। জ্ঞানালোকে উদ্ভাসিত করিয়াছো মোরে, জ্ঞানের সাগর তুমি শ্রেষ্ঠ গুণাকর। দানিয়াছ শিক্ষা মোরে প্রাণ পাত করে, শিক্ষাদানে কভু তুমি হলে না কাতর। আজীবন সাধিয়াছো শিক্ষাদান- ব্রত, তব কীর্তি চিরকাল রবে […]