শরণার্থী সমস্যা -আবুল হাসমত আলী ⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇ আমি ভিনগ্রহী নই, এই গ্রহের বাসিন্দা; মঙ্গল বা চাঁদ নয়, পৃথিবী আমার মাতা। আমি বড়ো ভালোবাসি এই পৃথিবীর মাটি; আমার প্রিয় গাছপালা, নদনদী ও মরুভূমি। ভালোবেসেছি মানুষকে, জাতি-ধর্ম নির্বিশেষে; অপরাধী নই আমি এই মানব সমাজে। কিন্তু আমি বড়ো অসহায় এই পৃথিবীর বুকে; পায়ের তলায় মাটি শত্রুরা নিয়েছে কেড়ে। কোন […]