ফাগুন আসে শিমুল হাসে -মাজহারুল ইসলাম ◊◊◊◊◊◊◊◊◊◊ সুপ্ত বাসনা যে-দিন প্রকাশিলে, সেই শিমুল বনে? লোমরাজি পুলক সঞ্চারে স্ফীত,হৃদ-ভর কম্পনে! ছিল সেদিন পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস, তব অধর কথন,মোর দেহমন,হয়েছিল যৎ বিবশ! ভালোবাসি ভীষণ,এই বলে যবে হাত দুটো ধরলে? রবো দুজন একাট্টা,এমন’ই নিরেট-ওয়াদা করলে। তারপর কাটে দুজনার দিবানিশি আনন্দঘন দিন, ক্ষণে বটতলে,নয় শিমুল মূলে,হেসে-খেলে রঙিন। […]