জাগরণ -মাহাবুবা বিথী ≈≈≈≈≈≈≈≈ স্বার্থপর স্রোতের টানে,বিশ্বসংসারে সবকিছু যায় ভেসে। অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয়, জীবনের বেলা শেষে। দিক চক্রবালে আবির মেখে প্রভাকর, যখন ডুবে যায়। পৃথিবীর মাঠ ঘাঠ প্রান্তরের সীমানা , তমসাচ্ছন্ন হয়ে যায়। আধার কেটে অরুণালোকের আলোয় জগত, কল্লোল ফিরে পায়। ধরণীর পলে পলে সামনে আসে তেমনি, কিছু নিদারুন দুঃসময়। কালের অভিপ্রায়ে অসহায় জীবনোৎসব, […]