পথকলি -মাই ফেয়ার চৌধুরী ⇔⇔⇔⇔⇔⇔ পথের ধারে পড়ে থাকা, কত অজানা পথ কলি। পৌষের শীতে কাঁপছে তারা, গৃহহীন-বস্ত্রহীন ঠিকানা বিহীন কেউবা পিতৃ-মাতৃহীন অনাথ এতিম। রাত্রি যাপন করছে তারা ফুটপাত স্টেশন, খোলা আকাশের নিচে বিছানা জমিন। কনকনে হিম শীতল শৈত্য প্রবাহ বয়, হাঁড় কাঁপানো ঠাণ্ডা লাগে গায়। এই অভাগাদের দেখার কেউ নেই! অবহেলায় ঝরে পড়ে কত […]