মেঘলা দিন -মোসতাইন করিম মোজাদ্দেদ ♦♦♦♦♦♦♦♦ মেঘলা আকাশ, মেঘলা দিন বারি ঝরে সীমাহীন, ডুবছে বাড়ি,ডুবছে ঘর শীতে কাপছি থরথর, দাগ কেটে মন আশা হীন অলস দুপুর প্রতিদিন। নৌকো চলে পথে ঘাটে, ধরছি মাছ বারির বাটে। মেঘলা আকাশ, মেঘলা দিন হারিয়ে খুঁজি বর্ষাদিন। অবসর হলেও লাগে ভালো, ব্যাঙের ডাক শোনা গেলো। প্রকৃতি আজ এলোমেলো, ঝুমঝুমিয়ে বৃষ্টি […]