তোমার সন্ধান পাইনি বন্ধু। এমন করে লুকিয়ে গেলে যেমন করে পাতা ঝরার শব্দে লুকিয়ে থাকে নির্মমতা… তোমার বাইরে কিছুই লিখতে পারি না। ইচ্ছে করে তোমার বাইরে একটা কিছু লিখি,কিন্তু হয়ই না। এ এক অদ্ভূত রোগ, যার নির্দিষ্ট কোন উপসর্গ নেই… হৃদয়ের শিরা-উপশিরা ক্ষয়ে ক্ষয়ে যায়। কবিদের অসুখ এমনই! কোন উপসর্গ নেই, কোন প্রতিকার নেই, কবিদের […]