শব্দের অভিসারে -বিজয়া মিশ্র ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ এখন গভীর রাত। রাত্রির পরিক্রমায় এগিয়ে চলেছে পূর্ণিমার চাঁদ, তার নিখুঁত গন্তব্যে। বেল, জুঁইয়ের বেড়া ছুঁয়ে একঝলক হাওয়া ভিজিয়ে দিল আমার সমস্ত অস্তিত্ব। আমি তার নীরব উপস্থিতিতে আপ্লুত, মুগ্ধ। ধীরে ধীরে এগিয়ে চলেছে সময়ের বাতাবরণ, নির্বিশেষে ছুঁয়ে যাচ্ছে অপ্রত্যাশিত মদিরা, আমি তাকে গড়তে চাই আমার অতন্দ্র সাহসিকতায়, অনিকেত অবয়বে তার […]