জুলভার্নের গল্প পড়ে, পাড়ি দেওয়া যায় স্বর্গ-মর্ত-পাতালে; তাই বাস্তবে যা সম্ভব নয়, জুলভার্নের কল্পনাতে তা মিলে। কিন্তু আমাদের এই নীল গ্রহে, অনেক অদ্ভুত জীব বিরাজমান; তারা বাঁকা পথে চলে, বলা হয় ভূগর্ভের শয়তান। গণিতে এরা ভীষণ পারদর্শী! কাপুরুষোচিত কাজ, তবু দেখায় বীরত্ব; কাকে কোথায় ফেলতে হবে! তার ছক কষতে সদাই ব্যস্ত। এমন শয়তানরা এই গ্রহে, […]