বঙ্গবন্ধুকে পেলে -আরীফুর রহমান ♥♥♥♥♥♥ বঙ্গবন্ধুকে পেলে, বিনম্র শ্রদ্ধা ভরে, কৌতুহল ছলে, কিছু প্রশ্ন দিতাম জুড়ে। এতশত বছর আগে, কে শেখালো তাঁকে, পাঞ্জাবির উপর কোটে,মানাবে বেশ তাঁকে। ব্যক্তিত্বের এক মহান প্রকাশ, পায় সে পোশাকে, আজো সে পোশাক ধারণ ,শুধু ভালোবেসে তাঁকে। নেতৃত্বের এক মহাগুণ, কে শেখালো গো তাঁকে, যে গুণ আজ বিলুপ্তপ্রায়,খুঁজি জীবনের বাঁকে বাঁকে। […]