ফেলোশিপ -চিন্ময় বিশ্বাস ⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇ নির্ঘুম রাতের অবসন্ন শরীরে খুঁজি অবকাশ, দু-একবার খাতার বুকে আঁচড় কাটলাম, হঠাৎ দেখলাম,আলেকজান্ডার বলে উঠলেন, “সত্য সেলুকাস!কি বিচিত্র এই দেশ!” অবসন্ন রাত্রির বুকে জাগে পেঁচার কর্কশ ধ্বনি, যখন কলম থামায়,অশরীরীর মত গ্রাস করে আঁধার, তখন,আত্মাকে বেঁচে দিই গোহাটায় চড়া দামে। মৃত শরীরের বুকে পা রাখি বেনামে! ভুতুড়ে পেঁচার ডাকে হিম হওয়া […]