ওহে শৈবলিনী -ইন্দিরা দত্ত ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ ওহে শৈবলিনী গঙ্গা নামে পরিচয়, ভগীরথ এনেছিল সর্বলোকে কয়। গঙ্গোত্রী হইতে তুমি এলে নদী মাতা, পাপীতাপী উদ্ধারিলে জানি তুমি ত্রাতা। নিরবধি বয়ে চলো তোমা পদে চুমি, জাহ্নবী হুগলি আর ভাগীরথী তুমি। কত প্রাণী বাস করে তব বুকে সুখে, বর্ষাতে বন্যায় হায় থাকি মোরা দুখে। দু’কুলেতে গড়ে ওঠে শহর নগর, মোহনায় […]