অণুগল্প – মানদা পিসি -গৌর গোপাল পাল ⇔⇔⇔⇔⇔⇔⇔ # আধা শহর। এখন আমরা যাকে গঞ্জ বলি। আগে সেটাই একটা মামুলি গ্রাম ছিল। পথ-ঘাটের উন্নতি,ঘন বসতি আর চৌরাস্তার মিলন থাকায় সেটি আজ একটা গঞ্জের রূপ নিয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে। গড়ে উঠেছে কল-কারখানা, অাপিস,কাছারি, স্কুল-কলেজ, দোকান-পাট আরও কত কি?এই ক’দিন আগেও, মাত্র বছর পঞ্চাশেক হবে হয়তো […]