আজও মানচিত্র কাঁদে -মাই ফেয়ার চৌধুরী ⇒⇒⇒⇒⇒⇒⇒ আগস্ট তুমি নিকষ কালো, বিভীষিকাময় অন্ধকার রাত! কলঙ্কিত ক্ষত অধ্যায় ফাঁদ, ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর লাশ! আগস্ট তুমি মেঘ কালো, রক্তঝরা অশ্রু সিক্ত মাস! হায়না নরপশুরা স্বপরিবারে, করলো জাতির সর্বনাশ। কালের বিবর্তনে নও তুমি ইতিহাস, প্রতিটি বাঙালীর হৃদয়ে জীবন্ত বসবাস। হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক মুজিব, জাতির হৃদ ভাস্করে তুমি […]