মুখোশের পৃথিবী -সজীব ⊗⊗⊗⊗⊗ আদরের মলাটে আচ্ছাদিত অনাদরের গল্পে আমি, তুমি আমরা সবাই এক একটি চরিত্র, অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত ভালোবাসার অথচ, আমরা ভাবছি আমরা সত্য প্রেমিক! কী অন্ধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে মানুষেরা যেভাবে বেঁচে থাকে আজন্ম লালিত পশুত্ব, বুকের গভীরে হাতড়ে বেড়ালে উঠে আসে নামহীন, বর্ণহীন কিছু অক্ষরের অস্পষ্ট মানে! বাঘবন্দি খেলায় এখনো […]