ভারত মাতার বীর সন্তান বিবেকানন্দ -সুমিত রায় →→→→ মমতাময়ী ভুবনেশ্বরী দেবীর গর্ভ জাত সন্তান, বিশ্বখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত পিতার নাম। শৈশবে বালক মনে ছিল অদম্য সাহস ও শক্তি, বাবা মা কে করতেন তিনি অগাধ অসীম ভক্তি। দত্ত পুকুরে জন্মস্থান তাঁর ডাক নাম ছিল বিলে, তাদের দলের সর্দার বলে ডাকতো ছেলে পুলে। ভূত, পেত্নী, ব্রহ্মদৈত্য ভয় […]