প্রাণ প্রিয় শিক্ষা গুরু -মাই ফেয়ার চৌধুরী ↔↔↔↔↔ শিক্ষক আমার শিক্ষাগুরু, মায়ের মুখে কথার বুলি শুরু। পাঠের শিক্ষায় শিক্ষা দান, জ্ঞান,গুণ আদব-কায়দা গুরুর অবদান। অন্তরে জ্বালায় জ্ঞানের আলো, দূর করে যত মনের আঁধার কালো। স্নেহ-মমতা-ভালবাসায় পিতার সমতুল্য, শাসন-বারণ করে শুধু মানুষ গড়ার জন্য। আদেশ-উপদেশ তাইতো করি মান্য, নিরক্ষরতা দূর করায় আমি ধন্য। শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসায় মান্যগণ্য, দায়িত্ব-কর্তব্য […]