অবুঝ চাওয়া -নুপুর বিশ্বাস ♥♥♥♥♥ হৃদয়হীন সম্পর্কের টানাপোড়েনের মাঝে প্রতিনিয়ত চলে প্রেমহীন মাংসের ফেরি, বিভাহীন প্রাণ অলিন্দে জন্ম নেয়”আঁধার মরণ কূপ” তার ভিতরেই অহর্নিশি হাবুডুবু খায় জীবন, ক্ষণভঙ্গুর অভিযোগের বহর ছোটে অবিরাম, কিলবিলিয়ে চাগিয়ে ওঠা- উদ্ভট চিন্তার পোকারা মগজ চিবিয়ে খায়, বোবা যন্ত্রণায় চাপা আর্তনাদ ছটফটিয়ে মরে, অসত্যের দাপটে বিভ্রান্ত সত্য হোঁচট খেয়ে কতোবার হয় […]