যাযাবর -মুঃ আব্দুল করিম খান ↔↔↔↔↔ পথেই আমার ধায় দিনোমান,,, পথেই বাঁধি ঘর। আমি যে ক্লান্ত -পথের পান্থ, আমি এক যাযাবর। সেই কবে হতে অজানার খতে,,,, ,যেনো মনে চাহে-কাহারে পেতে, পড়িয়া রহিছে পেছনে মায়ায়, যতনের কুঁড়ে ঘর। যেখানে আমার আপন দোসর, করিয়াছে চির পর। বসনে বাসনে বাহির পানে,,, তুচ্ছ তামাম সকলেই জানে, হিয়ার তটিনী বহে […]