ফেব্রুয়ারির একুশ -মোঃ আব্দুল হামিদ সরকার ⇔⇔⇔⇔⇔⇔⇔ একুশ তুমি—-ঐতিহ্যের স্মারক, চেতনার উদ্বোধক। একুশ তুমি—-স্বাধীনতার সোনালী বীজ, চেতনার বহ্নি শিখা। একুশ তুমি—-বাঙালি সংস্কৃতির ভিত্তি, জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন। একুশ তুমি—–অধিকার প্রতিষ্ঠার সূতিকাগার, কৃষ্টি, প্রগতির উৎস ভূমি। একুশ তুমি—-দাবী আদায়ের ঝাঁঝাল কণ্ঠ, কালের সাক্ষী পুষ্পাঞ্জলী। একুশ তুমি—-পদ্মা-মেঘনা-যমুনার ঠিকানা, বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর। একুশ তুমি—-ফাল্গুনে ফোটা […]