তোমাকে বিদায় দিলাম -আবু ওবাইদুল্লা আনসারী ♥♥♥♥♥♥♥ যাও পথিক, আজ তোমাকে বিদায় দিলাম, মুক্তি দিলাম আমার অন্তহীন ভালোবাসা থেকে, জানি ভুলিবার নয়, যে রূপে আমি ডুব দিয়েছি অজানা এক দেশে, যেখানে ছিল শুধু তুমি, আমি আর আমাদের স্বপ্ন গুলি, যে ভালোবাসায় আমি খুঁজে পেয়েছিলাম শরৎ চন্দ্রের অঙ্কিত নারীকে, যে রূপে আমি খুঁজে পেয়েছিলাম বনলতা সেনকে, […]