স্বাধীনতা -বিভীষণ মিত্র ↔↔↔↔↔ স্বাধীনতা-তুমি পিতার বুকে জমা হারানো ব্যথা নয়, গৌরবের চেতনা। স্বাধীনতা-তুমি দুঃখিনী মায়ের ভেজা চোখ নয়, মায়ের শীতল আঁচলখানা। স্বাধীনতা-তুমি হানাদারের নির্মম হত্যা নয়, ভাইয়ের মৃত্যুঞ্জয়ী শ্লোগান। স্বাধীনতা-তুমি বোনের সম্ভ্রম হারানো যন্ত্রণা নয়, সাড়া জাগানো নতুন প্রাণ। স্বাধীনতা-তুমি বদ্ধ জলাশয় নয়, পদ্মা,মেঘনা,যমুনা। স্বাধীনতা-তুমি ভর দুপুরে কাক ডাকা বেসুর নয়, দোয়েল,কোয়েল,ময়না। স্বাধীনতা-তুমি মরুভূমির […]