শেষ বেলায় এসো -মিস্টি অধিকারী সুপ্রিয়া ♥♥♥♥♥♥♥♥♥ এখনও ঢের বেলা আছে বাকি, সূর্য এখনো ঢলেনি,রাত আসতে অনেক বাকি, পথিক তুমি এখন যাও ফিরে। তবে তখন এসো, যখন তোমার বেলা শেষ হবে, সন্ধ্যা ঘনাবে। চলতে চলতে শেষ হবে জীবনের গতিপথ, ক্লান্তি নেমে আসবে দুচোখে, ঘনকালো অন্ধকার ঘনিয়ে আসবে চারদিকে, থাকবে না কোনো পিছুটান, থাকবেনা কোনো বাধা, […]