নজরুল প্রীতি -অদিতি প্রামানিক ⇐⇐⇐⇐⇐⇐⇐ দুখের কবল থেকে বেরিয়ে এসেছিল এক অগ্নিকুন্ড, ভাবেনি কেউ জ্বালাবে আগুন যা পুড়াবে যত নষ্টপিন্ড। গানের বুলবুল সেযে আমাদের সকলের দুখু মিয়া, শিশুদের ঘুম ভাঙায় আজো ভোর হলো শুনিয়া। সকল দৈনতা পেছনে ফেলে এগিয়ে গেছে উচ্চশীরে, নৈতিকতা আজো তাকে নির্ভয়ে রেখেছে সাফল্যের তীরে। বিদ্রোহী হয়েছে বিপ্লবী হয়েছে রুখতে সকল অনাচার, […]