নবান্ন -মাই ফেয়ার চৌধুরী ⇔⇔⇔⇔⇔⇔ হেমন্তের সকালের শিশির ভেজা সবুজ ঘাস, সবুজ ধানের শীষে সোনালী রঙের সাজ। সোনা রোদের কিরণে চিকচিক ধানের শীষ, পাখিরা ঝাঁক বেঁধে উড়ে দিয়ে যায় শিস। সোনালি ফসলে কিষাণের হাসি মুখ ঝলমল, ক্ষেতের পাশে ঝিলের স্বচ্ছ জলে টলমল, কালো কাকের সারি বসে করে শোরগোল। প্রজাপতি রঙিন ডানায় উড়ে নৃত্যের ঢং, প্রকৃতি […]