কালবৈশাখী ঝড় -মাই ফেয়ার চৌধুরী ◊◊◊◊◊◊◊◊ ঈশান কোণে মেঘ জমেছে, মেঘ থম থম করে। বৈরী হাওয়া পাতা নড়ে, কাল বৈশাখী ঝড়ে। আকাশ পানে বিজলী জ্বলে, বাজ ফাটা আওয়াজ কানে। পাখির ঝাঁক নীড়ে ফিরে, কাল বৈশাখী ঝড়ে। ঝড়ের গতি প্রবল বেগে, আসছে তেড়ে গাছপালা নেড়ে। রাখাল বালক ঘরে ফিরে, গরুর পাল মাঠে তেড়ে, কাল বৈশাখী ঝড়ে। […]