আড়চোখে চায় -আবুল হাসমত আলী →→→→→ রাজপথে অনেকে স্বাচ্ছন্দ্যে হেঁটে যায়, পরিচিতরা দেখা হলে করে কুশল বিনিময়, তারা হাসে, কিন্তু হাসিটা কৃত্রিম বলে মনে হয়, তারা একে অপরের দিকে আড়চোখে চায় । অফিসে ঢোকার মুখে, একজন হাঁকে অন্যজনকে, “এই যে মনোজবাবু ! আজ সকাল সকাল যে ?” “হ্যাঁ অন্যদিনের মত রাস্তায় জ্যাম ছিল না আজকে,” […]