অসমাপ্ত জীবন ডায়েরি লিখেছেন : আরমান হিমেল “””জীবন কখনো কঠিন পথ চলতে শেখায়, কখনো জানতে শেখায়, সত্য-মিথ্যা বুঝতে শেখায়, “””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়। “””শিশুকাল পেরিয়ে কিশোরকাল, কিশোর পেরিয়ে যৌবনকাল, যৌবন পেরিয়ে বার্ধক্য আসে হায়, “””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়। “””জীবন কখনো কখনো মরিচীকার মত, কখনো বহমান নদীর মত, আবার কখনো থমকে যায়, […]